৩ জনের মৃত্যু
০৯ মার্চ ২০২৩, ০৮:০১ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৯:৫৪ এএম

বিহারের গয়ায় ভারতীয় সেনাশিবিরে চলছিল কামানের গোলা ছোড়ার অনুশীলন। হঠাৎ একটি গোলা শুটিং রেঞ্জ গিয়ে পড়ে পাশের গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বিহার রাজ্যের গয়া জেলায় এ ঘটনাটি ঘটে। গয়ার বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রাম। পাশেই সেনাশিবির। বুধবার সকালে সেখানেই কামানের গোলা ছোড়ার অনুশীলনে ছিল সেনাকর্মীরা। হঠাৎ একটি গোলা বের হয়ে সেনাশিবির ছেড়ে গ্রামে চলে যায়। এ সময় গ্রামের মাঠে অনেকেই কাজ করছিলেন। মাঠেই গোলাটি গিয়ে পড়ে এবং সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এবিপি।
বিভাগ : আন্তর্জাতিক
আরও পড়ুন