আফগানিস্তান থেকে সেনা সরানো নিয়ে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
০৭ এপ্রিল ২০২৩, ০৫:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ পিএম
২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ দু’দশক পর এশিয়ার এ দেশ থেকে সেনা প্রত্যাহার করে মার্কিনিরা। কিন্তু তার পরই আফগানিস্তানের নিয়ন্ত্রণ যায় তালেবানদের হাতে। যে তালেবানকে রুখতে বছর ২০ আগে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছিল, সেনা সরতে সেই তালেবানের হাতেই যায় আফগানিস্তানের ক্ষমতা। যা নিয়ে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে। এ সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে খোদ আমেরিকার অন্দরে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেই রিপোর্টে আমেরিকার এ অপারেশনকে সমর্থন করেছে হোয়াইট হাউস। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নেয়া হয়েছে রিপোর্টে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরেও দোষারোপ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের আমলেই আফগানিস্তান থেকে সেনা সরানোর জন্য আলোচনা শুরু হয়। বাইডেন ক্ষমতায় এসে তাতে সবুজ সঙ্কেত দেয়। কিন্তু আমেরিকা ও তার সহযোগীরা সেনা সরিয়ে নেয়ার কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের দখল নেয় তালেবান। এ নিয়ে হোয়াইট হাউসের তৈরি এই রিপোর্ট পাঠানো হয়েছে মার্কিন কংগ্রেসে। সেখানে রিপাবলিকানরা হলেন সংখ্যাগরিষ্ঠ। তারা এই বিপর্যয়ের জন্য বাইডেন প্রশাসনের বিরুদ্ধেই আঙুল তোলেন। তবে রিপোর্টে সেনা সরানোর বিষয়ে ভুলের কথা স্বীকার করা হয়েছে।
এ নিয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘কোনও যুদ্ধ শেষ করা খুব সহজ কাজ নয়। ২০ বছরের যুদ্ধের শেষ তো অবশ্যই সহজ নয়। তবে তার মানে এই নয় যে সেরাটা করার চেষ্টা হয়নি।’ গোয়েন্দা ব্যর্থতার বিষয়টিও মেনে নিয়েছেন কিরবি। তিনি বলেছেন, ‘আমরা গোয়েন্দার ব্যাপারে খুব পরিষ্কার তথ্য পায়নি।’ পাশাপাশি ট্রাম্প প্রশাসনেরও সমালোচনা করা হয়েছে ওই রিপোর্টে।
কিরবি বলেছেন, ‘আমেরিকা সেনা সরিয়ে নেয়ার পর আফগান সেনার উপর ভরসা রাখা হয়েছিল। তালেবান আক্রমণ চালাতে পারে এ সম্ভাবনা ছিল। কিন্তু এত দ্রুত তারা ক্ষমতা দখল করবে এটা আমরা ধারণা করতে পারিনি।’ যদিও এ রিপোর্ট প্রকাশের পর চুপ নেই ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন বাইডেনকে। ট্রাম্প লিখেছেন, ‘বাইডেন এর জন্য দায়ী, আর কেউ নয়।’ সূত্র: এপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরাইলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে হামলার সময় বিমানবন্দরে ছিলেন ডব্লিউএইচওর প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান