আফগানিস্তান থেকে সেনা সরানো নিয়ে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
০৭ এপ্রিল ২০২৩, ০৫:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ পিএম
২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ দু’দশক পর এশিয়ার এ দেশ থেকে সেনা প্রত্যাহার করে মার্কিনিরা। কিন্তু তার পরই আফগানিস্তানের নিয়ন্ত্রণ যায় তালেবানদের হাতে। যে তালেবানকে রুখতে বছর ২০ আগে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছিল, সেনা সরতে সেই তালেবানের হাতেই যায় আফগানিস্তানের ক্ষমতা। যা নিয়ে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়ে। এ সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন ওঠে খোদ আমেরিকার অন্দরে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেই রিপোর্টে আমেরিকার এ অপারেশনকে সমর্থন করেছে হোয়াইট হাউস। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে নেয়া হয়েছে রিপোর্টে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরেও দোষারোপ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের আমলেই আফগানিস্তান থেকে সেনা সরানোর জন্য আলোচনা শুরু হয়। বাইডেন ক্ষমতায় এসে তাতে সবুজ সঙ্কেত দেয়। কিন্তু আমেরিকা ও তার সহযোগীরা সেনা সরিয়ে নেয়ার কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের দখল নেয় তালেবান। এ নিয়ে হোয়াইট হাউসের তৈরি এই রিপোর্ট পাঠানো হয়েছে মার্কিন কংগ্রেসে। সেখানে রিপাবলিকানরা হলেন সংখ্যাগরিষ্ঠ। তারা এই বিপর্যয়ের জন্য বাইডেন প্রশাসনের বিরুদ্ধেই আঙুল তোলেন। তবে রিপোর্টে সেনা সরানোর বিষয়ে ভুলের কথা স্বীকার করা হয়েছে।
এ নিয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘কোনও যুদ্ধ শেষ করা খুব সহজ কাজ নয়। ২০ বছরের যুদ্ধের শেষ তো অবশ্যই সহজ নয়। তবে তার মানে এই নয় যে সেরাটা করার চেষ্টা হয়নি।’ গোয়েন্দা ব্যর্থতার বিষয়টিও মেনে নিয়েছেন কিরবি। তিনি বলেছেন, ‘আমরা গোয়েন্দার ব্যাপারে খুব পরিষ্কার তথ্য পায়নি।’ পাশাপাশি ট্রাম্প প্রশাসনেরও সমালোচনা করা হয়েছে ওই রিপোর্টে।
কিরবি বলেছেন, ‘আমেরিকা সেনা সরিয়ে নেয়ার পর আফগান সেনার উপর ভরসা রাখা হয়েছিল। তালেবান আক্রমণ চালাতে পারে এ সম্ভাবনা ছিল। কিন্তু এত দ্রুত তারা ক্ষমতা দখল করবে এটা আমরা ধারণা করতে পারিনি।’ যদিও এ রিপোর্ট প্রকাশের পর চুপ নেই ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন বাইডেনকে। ট্রাম্প লিখেছেন, ‘বাইডেন এর জন্য দায়ী, আর কেউ নয়।’ সূত্র: এপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
কোন দল ও কোন গোষ্টি কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখেনা_ সেক্রেটারি জাহিদুল ইসলাম
পেশাদারিত্ব না বিশ্বাসঘাতকতা?
নাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবন ঘেরাও
মাগুরার শ্রীপুরে দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত বাড়িঘর ভাঙচুর
মহেশপুরে গাজী টিভির সাংবাদিকের উপর হামলা
ব্রহ্মপুত্র চরে কৃষক প্রশিক্ষণ এবং গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ
হাজারীবাগে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা জিয়াউর রহমান মারা গেছেন
সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
রাখাইন রাজ্যে মধ্যরাত থেকেই বিস্ফোরণের শব্দে কাঁপল টেকনাফ সীমান্ত।
আমিনপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত।
একদিনে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, শনাক্ত ১০৩৪
চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা
অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফুলের শুভেচ্ছা
ফের সিন্ডিকেটের আনাগোনা
রাজধানীতে ফের বসছে জমকালো বক্সিং আসর
প্রকাশ্যে এলো চবি ছাত্রশিবিরের কমিটি
চাচাত ভাইয়ের মেয়ে কে বিবাহ করা প্রসঙ্গে।
কাপাসিয়ার ছাত্র জনতার উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান খোকন গ্রেফতার
ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন
মৎস্য উৎপাদন গবেষণা আরো জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা