ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

পাকিস্তানে কি আবারও সেনা-শাসন আসতে পারে?

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৩ মে ২০২৩, ১২:১৬ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ১২:১৬ পিএম

পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের আগে ১৯৭১ সালের ১ মার্চ ঢাকায় যে রাজনৈতিক বিস্ফোরণ ঘটেছিল, তার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সেসময়ের ১৯ বছর বয়সী তরুণ ইমরান খান। পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তিনি সেখানে খেলতে গিয়েছিলেন। গেল সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের গ্রেফতারকে ঘিরে পাকিস্তানের রাজনীতি যখন আবার টালমাটাল, তখন জামিনে মুক্তি পেয়ে সমর্থকদের উদ্দেশে তিনি প্রথম যে ভাষণ দেন, তাতে ১৯৭১ সালের মার্চের সেই দিনটির কথা স্মরণ করিয়ে দেন।

‘আমি আজ আপনাদের পূর্ব পাকিস্তানের কথা মনে করিয়ে দিতে চাই। মার্চ ১৯৭১ এ আমি পূর্ব পাকিস্তানে গিয়েছিলাম অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলতে। আমার এখনো মনে আছে তাদের কী তীব্র ঘৃণা ছিল পাকিস্তানের প্রতি। আজ আমাদের মনে রাখা দরকার, পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কী অত্যাচার হয়েছে। তাদের যে দল নির্বাচনে জিতেছিল, যার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, তার বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালালো।’

পাকিস্তানের অগ্নিগর্ভ রাজনৈতিক পরিস্থিতিতে ইমরান খান এবং দেশটির সেনাবাহিনী এখন যেরকম মুখোমুখি অবস্থানে, তার সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানের পরিস্থিতির তুলনা এই প্রথম নয়। মাত্র ছয় মাস আগে গত বছরের নভেম্বরে এক লং মার্চে নেতৃত্ব দেয়ার সময়ও ইমরান খান অনেকটা একই ভাষায় এই একই তুলনা করেছিলেন।

‘পূর্ব পাকিস্তানের জনগণ সেদিন খুবই বিক্ষুব্ধ ছিল, কারণ তাদের যে অধিকার, সেটি তাদের দেয়া হয়নি। কেন দেয়া হয়নি? কারণ এক ধূর্ত রাজনীতিকের ষড়যন্ত্র। ক্ষমতা কুক্ষিগত করার জন্য এই রাজনীতিক পূর্ব পাকিস্তানের বিজয়ী দলকে বঞ্চিত করেছে। পাকিস্তানের সেনাবাহিনীকে বিজয়ী দলের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। এজন্য পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে।’

ইমরান খান সম্প্রতি যে ভাষায় পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন, এবং যেভাবে তিনি বাংলাদেশের স্বাধীনতার কারণ হিসেবে পশ্চিম পাকিস্তানের রাজনীতিকদের আচরণ এবং সেনাবাহিনীর ভূমিকার কথা বলছেন, সেটি পাকিস্তানের রাজনীতিকদের মুখে সচরাচর শোনা যায় না। পাকিস্তানে ইতিহাসের স্কুল পাঠ্যপুস্তকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক ভিন্ন বিবরণই তুলে ধরা হয়।

অথচ মাত্র পাঁচ বছর আগেও সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের ছিল মধুর সম্পর্ক। যে সেনাবাহিনীর সমর্থনে নির্বাচনে জিতে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বলে শোনা যায়, তিনি কেন সেই সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম সরব হয়ে উঠলেন? ‘ইমরান খান যে সামরিক বাহিনীর ওপর এরকম ক্ষুব্ধ হয়ে উঠেছেন, সামরিক বাহিনীকে টার্গেট করে কথাবার্তা বলছেন, এর কারণ আছে। তার সরকারের যে পতন ঘটছিল, সেজন্যে তিনি সেনাবাহিনীকেই দোষী বলে বর্ণনা করে থাকেন,’ বিবিসি বাংলাকে বলছিলেন পাকিস্তানি সাংবাদিক এবং ইন্ডিপেন্ডেন্ট উর্দুর ব্যবস্থাপনা সম্পাদক হারুন রশিদ।

তিনি বলেন, যেদিন থেকে সাবেক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বজওয়ার সঙ্গে ইমরান খানের সম্পর্ক ভেঙ্গে গেল এবং সামরিক বাহিনী ইমরান খানের সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিল, তখনই আসলে ইমরান খানের সরকার পড়ে গেল, তিনি পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেলেন। অনেকের বিশ্বাস ইমরান খানের সরকারের পতনের কারণ এটাই।

দুর্নীতির মামলায় নাটকীয়ভাবে ইমরান খানকে গ্রেফতারের পর কয়েকদিন ধরে পাকিস্তানজুড়ে যে মারাত্মক সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সেটি সাম্প্রতিক সময়ে দেশটিতে দেখা যায়নি। হারুন রশিদ বলছেন, এটি অভূতপূর্ব। ‘এবার বিক্ষোভের সময় দেশজুড়ে সেনাবাহিনীর স্থাপনাগুলোর ওপর যেরকম আক্রমণ চালানো হয়েছে সেটা আমরা আগে কখনো পাকিস্তানে দেখিনি। কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে, সেনাবাহিনী এর পাল্টা জবাব দেয়ার চেষ্টা করেনি। নতুবা পাকিস্তানে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যেত বলে আশংকা ছিল।’

পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্ন সময় অন্তত তিনটি দশক দেশটি সরাসরি সেনা শাসনের মধ্যে কাটিয়েছে, বাকী সময়টাও পর্দার অন্তরালে থেকে সেনাবাহিনীই রাজনীতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছে। প্রতিটি বেসামরিক সরকারের পতনের পর সাবেক শাসকদের দুর্নীতির মামলায় জেলে পাঠানো, এমনকি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দেশটিতে নতুন কোন ঘটনা নয়। সাম্প্রতিক অতীতেই অনেক সাবেক প্রধানমন্ত্রীকে এই পরিণতি ভোগ করতে হয়েছে।

কিন্তু এবার ইমরান খানের গ্রেফতারের পর যা ঘটেছে, তার কিছু ভিন্ন বৈশিষ্ট্য আছে, বলছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পলিটিক্স এন্ড গভর্নমেন্টের ডিস্টিংগুইশড প্রফেসর আলী রীয়াজ। ‘অতীতে এতটা জনপ্রিয় কোন নেতার বিরুদ্ধে সামরিক বাহিনী বলুন, বা এস্টাবলিশমেন্ট, তারা আসলে ব্যবস্থা নেয়নি, বা চেষ্টা করেনি। যদিও অতীতে প্রধানমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাদের আটক করা হয়েছে, বা বিচারও করা হয়েছে। তখনও হয়তো প্রতিবাদ হয়েছে, কিন্তু যে ধরনের প্রতিবাদ আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা শুধু প্রতিবাদ নয়, এখানে একটা মৌলিক প্রশ্নও বিক্ষোভকারীদের পক্ষ থেকে তোলা হয়েছে। সেটা হচ্ছে, সেনাবাহিনীর ভূমিকা কী হবে,’ বলছিলেন তিনি।

প্রফেসর আলী রীয়াজের মতে, পাকিস্তানের এবারে গণবিক্ষোভের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে, ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর মতপার্থক্যের জায়গাটা এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, সেনাবাহিনী তাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। এবং সম্ভবত সেনাবাহিনী তাকে আসলে রাজনীতিতেই দেখতে চাচ্ছে না।

ইমরান খান যখন ২০১৮ সালে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তখন তিনি প্রথম দিনেই সেনা সদর দফতরে গিয়ে তৎকালীন সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বজওয়ার সঙ্গে ম্যারাথন দীর্ঘ বৈঠক করেন। তখনই পাকিস্তানের রাজনৈতিক মহলে এমন গুঞ্জন ছিল যে সেনাবাহিনীই তাকে ক্ষমতায় বসিয়েছে। কাজেই তাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তিনি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এমন প্রশ্ন তখনই উঠেছিল।

ইমরান খানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের নাটকীয় অবনতির দুটি কারণের কথা উল্লেখ করছেন অধ্যাপক আলী রীয়াজ। ‘একটি কারণ অভ্যন্তরীণ। সেটা হচ্ছে সেনাবাহিনীর যেই স্বার্থ, সেই স্বার্থের সঙ্গে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব শুধু ইমরান খানের সঙ্গে নয়, এক অর্থে রাজনৈতিক গোষ্ঠীরই দ্বন্দ্ব আপনি বলতে পারেন। সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার ভাগ-বাটোয়ারার ক্ষেত্রে ঠিক কোন জায়গায় সীমারেখা টানা হবে, সেটা কিন্তু পাকিস্তানের ইতিহাসে কখনোই নির্ধারিত হয়নি। পাকিস্তানের গত ৭৫ বছরের ইতিহাস যদি বলেন, যার অন্তত ৩০ বছর সেনাবাহিনী প্রত্যক্ষভাবে ক্ষমতায় থেকেছে, এই প্রশ্নের মীমাংসা কিন্তু কখনোই হয়নি।’

ইমরান খানের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় দেড়শ মামলা করা হয়েছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছিল একটি দুর্নীতির মামলায়। রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা পাকিস্তানে কোন নতুন ঘটনা নয়। কাজেই দেশটিতে এই সর্বশেষ রাজনৈতিক সংকটে দুর্নীতি আসলে কোন ইস্যু নয়, পুরো সংকট আসলে পরবর্তী সাধারণ নির্বাচনকে ঘিরে, বলছেন ইন্ডিপেন্ডেন্ট উর্দুর ব্যবস্থাপনা সম্পাদক হারুন রশিদ, ‘পাকিস্তানে এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি, সবাই যার উত্তর খুঁজছে, সেটি হচ্ছে সাধারণ নির্বাচন কখন হবে। এবছর পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা।’

পাকিস্তানে দুটি প্রাদেশিক পরিষদ ভেঙ্গে দেয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার এখনো পর্যন্ত সেসব প্রাদেশিক নির্বাচন দেয়নি। তারা বলছে, সংবিধান অনুযায়ী অক্টোবরে সাধারণ নির্বাচন হবে, যখন বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হবে। অনেকে সরকারকে এই বলে অভিযুক্ত করছে যে, তারা সংবিধান লঙ্ঘন করেছে, কারণ যে কোন প্রাদেশিক বা জাতীয় সরকার ভেঙ্গে দেয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।

হারুন রশিদ বলেন, “সরকার আসলে এই মূহুর্তে নির্বাচন করতে চাইছে না, কারণ সব জনমত জরিপে দেখা যাচ্ছে, ভোটারদের মধ্যে ইমরান খানের বিরাট সমর্থন আছে। ইমরান খানের জনপ্রিয়তায় ভাটা পড়া এবং অর্থনীতি কিছুটা চাঙ্গা না হওয়া পর্যন্ত সরকার অপেক্ষা করতে চায়। তারপরেই হয়তো তারা নির্বাচন দেবে।”

কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন যদিও বা হয়, এবং সেই নির্বাচনে ইমরান খানের দল যদি জয়লাভও করেন, সামরিক বাহিনী কি তাকে ক্ষমতায় ফিরতে দেবেন? হারুন রশিদ বলেন, সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্ক যেরকম বৈরি হয়ে উঠেছে, তেমন সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। ‘পাকিস্তানে সবাই জানে, সামরিক বাহিনীর সমর্থন যাদের দিকে, নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা বেশি। কাজেই যতক্ষণ পর্যন্ত ইমরান খান এবং সেনাবাহিনীর মতপার্থক্য কমে না আসছে, ততক্ষণ ইমরান খান ক্ষমতায় ফিরতে পারবেন, এটা আমি দেখছি না।’

হারুন রশিদ বলেন, এ মূহুর্তে সরকারের পরিকল্পনা যেন মনে হচ্ছে ইমরান খান এবং তার দলকে দুর্বল করা, অন্যদিকে অর্থনীতি চাঙ্গা হওয়ার জন্য কিছুটা সময় নেয়া। কারণ পাকিস্তানে এখন মূল্যস্ফীতি অসম্ভব বেশি। তারা আশা করছে অগাস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ পরিস্থিতি কিছুটা ভালো হবে, এবং তারা কিছুটা আত্মবিশ্বাস নিয়ে নির্বাচনে যেতে পারবে।

পাকিস্তানের রাজনীতিকরা কোন জাতীয় সংকটের সময় একসাথে বসে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন, এমন নজির তেমন নেই। কাজেই নির্বাচনকে ঘিরে এই রাজনৈতিক সংকটের মীমাংসা ঠিক কিভাবে হবে, তার কোন আভাস কেউ দেখতে পাচ্ছেন না। ‘পাকিস্তান এখন আসলে একেবারে দুই ভাগে বিভক্ত। একদিকে ইমরান খান, এবং তার পক্ষে দাঁড়িয়েছে বিচার বিভাগ। অন্যদিকে ক্ষমতাসীন জোট, এবং তাদের সঙ্গে আছে সেনাবাহিনী। এই দুই পক্ষ মনে হচ্ছে মুখোমুখি। মনে হচ্ছে না, কোন পক্ষই আসলে আপসরফায় রাজী।’

তবে প্রফেসর আলী রীয়াজ পাকিস্তানের এবারের রাজনৈতিক সংকটকে কেবল নির্বাচনে জিতে কোন দল ক্ষমতায় যাবে, সেই দ্বন্দ্ব হিসেবে দেখতে রাজী নন। পাকিস্তানের রাজনীতিতে জন্মলগ্ন হতে সেনাবাহিনীর যে উপর্যুপরি হস্তক্ষেপ, সেক্ষেত্রে একটি চূড়ান্ত মীমাংসার আকাঙ্ক্ষা তিনি এবারের রাজপথের বিক্ষোভে দেখতে পাচ্ছেন। ‘ইমরান খানকে নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর একটা আশংকা হচ্ছে, যদি তিনি ক্ষমতায় ফিরে আসেন, তাহলে সেনাবাহিনীর কর্পোরেট স্বার্থ হুমকির মুখে পড়বে। কারণ ইমরান খান যে বিষয়টা ব্যাপকভাবে জনগণের মধ্যে এস্টাবলিশ করতে পেরেছেন, সেটা হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতার প্রশ্নটা মীমাংসা করা। এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় প্রতিষ্ঠান হিসেবে পাকিস্তানের সেনাবাহিনী অনেক বেশি উদ্বিগ্ন।’

পাকিস্তানের রাজনীতি শুধু নয়, দেশটির অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য সব কিছুতে সামরিক বাহিনীর যে প্রতাপ, তাতে এরকম একটি কর্পোরেট স্বার্থ যে আছে, তা অস্বীকার করার কোন উপায় নেই। ‘পাকিস্তানে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে সামরিক বাহিনী। এটি খুবই সুসংগঠিত, দক্ষ এবং এই বাহিনীর পেছনে বিপুল বিনিয়োগ করা হয়। তাদের এক বিরাট ব্যবসায়িক সাম্রাজ্য আছে। ব্রেকফাস্ট সিরিয়াল থেকে সিমেন্ট কারখানা- নানা রকমের ব্যবসা-বাণিজ্য তারা চালায়,’ বলছিলেন পাকিস্তানি সাংবাদিক হারুন রশিদ।

কাজেই তার মতে, এই স্বার্থ যেন বজায় থাকে, সেজন্য সামরিক বাহিনী যে তাদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে চায়, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু আলী রীয়াজ মনে করেন, পাকিস্তান এবার একটি সন্ধিক্ষণে এসে হাজির হয়েছে। সামরিক বাহিনীর এই সীমাহীন ক্ষমতার প্রশ্নের মীমাংসা যদি এবার নাও হয়, এটি কিছুদিন পরে আবারও ঠিক মাথাচাড়া দেবে। ‘এই সন্ধিক্ষণে কতগুলো বিষয়ের মীমাংসা যদি পাকিস্তান করতে পারে, তাহলে তাদের জন্য ভালো। কিন্তু যদি সেটা অমীমাংসিত থেকে যায়, তাহলেও কিন্তু এই পরিস্থিতি, আরেকবার, অন্য কোনভাবে উপস্থিত হবে। সেটা কালকে হবে নাকি পরশু হবে, নাকি পাঁচ বছর পরে হবে আমরা জানি না। কিন্তু হবে। এটা আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি।’

পাকিস্তানে যখনই বড় কোন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তখন জাতীয় নিরাপত্তা কিংবা সংহতির কথা বলে দেশটির ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছে সামরিক বাহিনী। এবারও কী সেরকম কিছু ঘটতে পারে? ‘সেনাবাহিনী কয়েকদিন আগে জানিয়েছে, সামরিক আইন জারির কোন সম্ভাবনা নেই’, বলছিলেন হারুন রশিদ, ‘সেনা অভ্যুত্থানের কথা যদি ধরেন, পাকিস্তানের সংবিধানে এর বিরুদ্ধে এখন নানা ধরনের বিধান যুক্ত করা হয়েছে। কাজেই এখন সামরিক বাহিনী সামনে এসে যে সবকিছুর নিয়ন্ত্রণ নেবে, সেটা কঠিন হবে।’

কিন্তু পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেখানে একটা গৃহযুদ্ধের আশংকা আছে, সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা আছে, তখন এরকম সম্ভাবনা একদম নাকচ করে দিচ্ছেন না তিনি। ‘যদি এরকম পরিস্থিতি দাঁড়ায় বা আইএমএফ-এর সঙ্গে সমঝোতা না হলে যদি পাকিস্তান ঋণ খেলাপি হয়, অর্থনীতি ধসে পড়ে, তখন তো সামরিক বাহিনী হস্তক্ষেপ করার কিছু ভালো অজুহাত পেয়ে যাবে। তবে অতীতে তারা দেখেছে যে, এরকম সামরিক হস্তক্ষেপে কোন লাভ হয়নি। কাজেই তারা বরং পর্দার আড়ালে থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে। এখন আসলে তারা সেটাই করছে,’ বলছেন তিনি। সূত্র: বিবিসি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার