শিশুদের যৌন হেনস্থা! ব্রিটেনে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক
২৬ জুন ২০২৩, ০৭:২০ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০১ এএম

চিকিৎসার পাশাপাশি চালাত একটি শিশু নির্যাতনের সাইট। এই অভিযোগে লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসকের বড় শাস্তি দিল আদালত। ছয় বছর কারদণ্ডের শাস্তি শুনিয়েছে ওই চিকিৎসককে। লন্ডন পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের নাম কবীর গর্গ। বয়স প্রায় ২২ বছর। মনোরোগ বিশেষজ্ঞ ছিল সে। দক্ষিণ লন্ডনের লুইশামের বাসিন্দা। ২০২২ সালের নভেম্বর মাসে শিশু পর্নসাইট চালানোর অভিযোগে লুইশামের ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে ‘দ্য অ্যানেক্স’ নামে শিশু পর্নোগ্রাফি সাইটের একজন মডারেটর হিসাবে চিহ্নিত করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। জানা গেছে, ওই সাইটির বিশ্বব্যাপী সদস্য সংখ্যা প্রায় ৯০ হাজারের বেশি। সাইটটিতে শিশু নির্যাতন সংক্রান্ত শত শত লিঙ্ক রয়েছে। গত জানুয়ারি মাসে গর্গকে দোষী সাব্যস্ত করে লন্ডনের একটি আদালত। তার বিরুদ্ধে আটটি দোষ প্রমাণতি হয়েছে। এর মধ্যে রয়েছে শিশুদের যৌন হেনস্থা, অশ্লীল ছবি তৈরি করা এবং সেই ভিডিওগুলি সাইটে আপলোড করা। এছাড়াও চিকিৎসকের কাছ থেকে একাধিক নিষিদ্ধ ছবি উদ্ধার করা হয়েছে বলেও আদালত জানিয়েছে।
জানুয়ারি মাসে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে দোষী সাব্যস্ত করা হলেও, সেই সময় শাস্তি ঘোষণা করা হয়নি। গত শুক্রবার অর্থাৎ ২৩ জুন লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট গার্গকে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। শাস্তি ঘোষণা করে বিচারক জানান, ‘ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের বিরুদ্ধে শিশু পর্নসাইট চালানোর অভিযোগ প্রমাণতি হয়েছে। সে শুধু পর্নসাইট চালাত না, সেই সঙ্গে অনেক সদস্যও যোগার করেছিল। সদস্য সংগ্রহের ক্ষেত্রে চিকিৎসক হওয়ার সুবিধা কাজে লাগিয়েছিল গর্গ।’
ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, ‘দ্য অ্যানেক্স’ নামে শিশু পর্নগ্রাফি সাইটের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৪ মিলিয়ন। যখন গর্গকে তার ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছিল, তখন সাইটটি খোলা ছিল। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে গ্রেফতারের পাশাপাশি তার ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস বাজেয়াপ্ত করা হয়।
শিশু পর্নগ্রাফি সাইট ‘দ্য অ্যানেক্স’-এর রমরমা শুধু লন্ডনে নয়, এর জাল ছড়িয়েছে আমেরিকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। সাইটটি চালানোর সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচ মার্কিনবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের দোষী সাব্যস্ত করে অভিযুক্তদের একজনকে ২৮ বছরের কারাদণ্ড শুনিয়েছে একটি মার্কিন আদালত।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

৪০ শট নিয়ে বার্সার ১ গোলের জয়

ওলমোর গোলে জিতে শীর্ষস্থান মজবুত করল বার্সা

প্রিমিয়ার লীগে সিটির টানা তৃতীয় জয়

ডিএসই’র লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

সড়ক করতে গিয়ে কোনো ধরনের অনিয়ম করা যাবে না

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পর্যবেক্ষণ করছে তুরস্ক’

এনসিপির শৃঙ্খলা কমিটির নিরপেক্ষ তদন্ত প্রশংসায় পঞ্চমূখ

নিউইয়র্ক ‘বাংলাদেশ সোসাইটি’র নতুন ট্রাস্টি বোর্ড গঠন

নষ্ট হয়েছে অনেক নথি

এ বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ

সফররত ওমানের সুলতানের সঙ্গে বৈঠক পুতিনের

প্রদীপের বিরুদ্ধে ডেথ রেফারেন্স শুনানি আজ

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল আজ

ভারতে সেনা অফিসারকে পেটানোর ঘটনায় নতুন মোড়, উত্তেজনা বাড়ছে

৩ মাসে আয় ৯৯ কোটি টাকা আয়ের অর্ধেকই মুনাফা!

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর বৈঠক

হাসিনার ডিগ্রি বাতিল করতে পর্যালোচনা করছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি

আ. লীগের দোসররা ড. ইউনূসের চারপাশে সক্রিয় : জয়নুল আবদিন ফারুক

হত্যা মামলায় গাজীপুর আদালতে আ.লীগের শীর্ষ ৬ নেতা

নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে শনিবার বিক্ষোভ ঢাকায়