এবার পশ্চিম তীরে ঝাঁপিয়ে পড়েছে ইসরাইল
২৬ অক্টোবর ২০২৩, ০৮:০৬ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ০৮:০৬ এএম
গাজায় ফিলিস্তিনিদের হাজার হাজার মৃত্যুর প্রতিবাদে পশ্চিম তীরেও শুরু হয়েছে বিক্ষোভ। পথে পথে চলছে ইসরাইলবিরোধী আন্দোলন। ইসরাইলও ঝাঁপিয়ে পড়েছে অঞ্চলটিতে। বিক্ষোভে চলছে সেনাবাহিনীর গুলি, বাড়িতে বাড়িতে ধরপাকড় অভিযান।
গ্রেফতার হচ্ছেন শত শত ফিলিস্তিনি। ইসরাইলের ৭ অক্টোবরের হামলার পর থেকে পশ্চিম তীরের বাসিন্দাদের মৃত্যুর পাল্লাও ভারী হচ্ছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ইসরাইলের কারাগারে থেকে মৃত্যু হয়েছে দুইজনের।
বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকালেও চার ফিলিস্তিনি বন্দুকযুদ্ধ ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।’ চার নিহতের তিনজন পশ্চিম তীরের জেনিনের বাসিন্দা আর একজন কালকিলিয়ার বাসিন্দা।
হেবরনের ফিলিস্তিনি দলগুলো বুধবারও একটি বিক্ষুব্ধ মিছিলের ডাক দিয়েছে। মিছিলটি এই অঞ্চলের আল-হুসেন মসজিদ থেকে শুরু হয়ে ইবনে রুশদ গোলচত্বরের দিকে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
গন্তব্য ইসরাইলের সেনাবাহিনী উপস্থিত আছে এমন চেকপয়েন্টগুলোর দিকে। পালটা প্রতিক্রিয়া দেখায় ইসরাইলের নাগরিকরাও। বুধবার প্রায় সবসময়ই পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে টহল দেখা গেছে তাদের।
গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে মঙ্গলবার বিকালেও পশ্চিম তীরের হেবরনের হুসেইন মসজিদ থেকে বাব আল-জাবিয়ার চেকপয়েন্টের দিকে একটি বিক্ষুব্ধ মিছিল শুরু করে ফিলিস্তিনিরা। বিক্ষোভে ইসরাইলের সেনাবাহিনীর গুলিতে এক শিশুসহ মোট দুইজন আহত হন।
এদিন সন্ধ্যায়ই হেবরনের বিভিন্ন জায়গায় শুরু হয় ইসরাইলের সেনাবাহিনীর ব্যাপক অভিযান। গ্রেফতার হন শতাধিক ফিলিস্তিনি নাগরিক। হেবরনের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
যুদ্ধ শুরুর দিন ৭ অক্টোবরের ঘটনা। সকাল থেকেই ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের হেবরনের আল-সাহলা স্ট্রিট ও আল-শুহাদা স্ট্রিট অঞ্চলগুলো অবরোধ করে রেখেছিল। বন্ধ করে দিয়েছিল দোকানপাটগুলোও। স্থানীয়দের অঞ্চলটিতে বের হতে প্রবেশে বাধা দিতে থাকে ইসরাইলি সেনাবাহিনী।
এদিন ফিলিস্তিনি যুবক ও ইসরাইলের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষও শুরু হয়েছিল। সরাসরি গুলি চালানো হয়েছিল ফিলিস্তিনিদের ওপর। চলন্ত গাড়িগুলোতেও হামলা চালানো হয়েছিল। আহত হয়েছিলেন অনেক নাগরিক।
গাজার হিংসাত্মক বোমা হামলার নিন্দা জানাতে হেবরনের ইবনে রুশদ রাউন্ডঅ্যাবাউটে মিছিল শুরু হয় ১০ অক্টোবর। ফিলিস্তিনি যুবকরা শুহাদা চেকপয়েন্টে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। সেনাবাহিনী তাদের ওপর সরাসরি গুলি চালায়, টিয়ার গ্যাস, বোমা নিক্ষেপ করে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'