জনগণকে হত্যার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে : বাইডেন
২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৩ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৩ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের ভেতরে লুকিয়ে আছে হামাস। এমন দাবিই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধাদের ঘৃণ্য এবং কাপুরুষ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
এছাড়া জনগণকে হত্যার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের রয়েছে বলেও মন্তব্য করেছেন বাইডেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেন এবং মিত্র ইসরায়েলের পাশে থাকার বিষয়টি পুনরায় নিশ্চিত করেন।
যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইসরায়েলের অধিকার এবং দায়িত্ব রয়েছে তার জনগণকে হত্যার জবাব দেওয়ার। তিনি বলেন, ‘এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইসরায়েলের যা প্রয়োজন তা করার অধিকার আছে...আমাদের এটাও মনে রাখতে হবে, হামাস গাজা উপত্যকায় বা অন্য কোথাও ফিলিস্তিনি জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে না। হামাস ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ভেতরে লুকিয়ে আছে এবং তারা ঘৃণ্য এবং কাপুরুষও।’
তিনি গাজার নিরীহ মানুষদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য যুক্তরাষ্ট্রকে সহায়তা করায় ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের ধন্যবাদও জানান।
বাইডেন বলেন, ‘আমি ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের ধন্যবাদ জানাতে চাই...গাজার নিরীহ মানুষের কাছে খাদ্য, পানি এবং চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার জন্য।’
মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দি থাকা বেসামরিক নাগরিকদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা এই অঞ্চলে আমাদের অংশীদারদের সাথে নিয়ে একত্রে বন্দিদের মুক্তির জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি, যার মধ্যে রয়েছে হামাসের হাতে থাকা আমেরিকান নাগরিকদের মুক্তি এবং গাজা থেকে বিদেশি নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ।’
এদিকে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, ‘আমরা প্রতিটি নিরপরাধ মানুষের প্রাণহানির জন্য শোকাহত, তা সে ইসরায়েলি হোক বা ফিলিস্তিনি।’
আলবেনিজ উল্লেখ করেন, সংঘাত ও সংকটের সময়ে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে থাকতে হবে। গাজার বেসামরিক নাগরিকদের জন্য অতিরিক্ত ১৫ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এটি আমাদের অভিন্ন মানবতাবোধের স্বীকৃতি।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ : সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'
বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে : লে. কর্নেল কিবরিয়া