উবারের হট এয়ার বেলুন রাইড চালু, মাথা পিছু খরচ জানেন?
২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৬ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৬ এএম
পর্যটকদের জন্য এবার একটি অভাবনীয় পদক্ষেপ নিল উবার। গ্রাহকদের জন্য এবার চালু হল হট এয়ার বেলুন রাইড। এবার থেকে এই অ্যাপের রিজার্ভ সেকশন ব্যবহার করে হট এয়ার বেলুনে চেপে এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়াতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা।
কোথায় চালু করা হয়েছে এই উবারের হট এয়ার বেলুন রাইড? একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সার্ভিসটি তুর্কির ক্যাপাডোসিয়া অঞ্চলে চালু করেছে উবার সংস্থাটি। হট এয়ার বেলুনে চেপে আগ্রহী ইউজাররা তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলের সাইটগুলি দেখতে পারবেন। এ জন্য তাদের গুণতে হবে মাত্র ১৫৯ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা। এই অর্থ খরচ করলেই দেড় ঘণ্টার জন্য হট এয়ার বেলুনে বুক করা যাবে একটি সিট।
দশম শতাব্দীর প্রাচীন গুহার শহর এবং ঐতিহাসিক গির্জার জন্য বিখ্যাত তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চল। এটি দীর্ঘদিন ধরে দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ। ২০২২ সালে দেশের প্রত্যাশিত ৪৪.৬ মিলিয়ন বিদেশী দর্শকের প্রায় ১০ শতাংশ এই ক্যাপাডোসিয়া অঞ্চলে আসে। উবারের তরফে নতুন এই পরিষেবা চালু করায়, তুরস্কে পর্যটকদের ঢল নামবে বলে মনে করছে সরকার। আগামী বছরেরই পর্যটক সংখ্যা ৬০ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে আশাপ্রকাশ করেছে তুরস্কের পর্যটন মন্ত্রণালয়।
এই হট এয়ার বেলুন পরিষেবা দৈনন্দিন জীবনের জন্য অপারেটিং সিস্টেম বলে জানিয়েছে উবার। বর্তমানে বিভিন্ন দেশে বাইক ভ্রমণের পরিষেবাও চালু করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে ভারতে টুক-টুকস, গ্রিসে মৌসুমী নৌকা পরিষেবা এবং ব্রিটেনে ফ্লাইট বুকিং। এবার সেই তালিকায় যুক্ত হল তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে এই হট বেলুন পরিষেবা। এতে পর্যটকদের চাহিদা পূরণ করবে বলে মনে করছে উবার।
প্রসঙ্গত, বর্তমানে তুরস্ক উবারের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বাজারের মধ্যে একটি। ২০২২ সালেই তুরস্কে অ্যাপ ভিত্তিক ভ্রমণের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে। দেশটির নয়টি শহরে উবারের ৩০ হাজারের বেশি ট্যাক্সি ড্রাইভার রয়েছে। এর মধ্যে সবেচেয়ে বেশি রয়েছে ইস্তামবুলে।
উবার প্রথম ১০০ জন হট এয়ার বেলুন রাইডারকে কমপ্লিমেন্টরি রাইড অফার করেছে। বিনামূল্যে রাইডারদের এই পরিষেবা দেয়ার মধ্যে দিয়ে পরিষেবাটি জনপ্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। অ্যাপে ডেডিকেটেড রিজার্ভ সেকশনের মাধ্যমে কমপক্ষে ১২ ঘণ্টা আগে অ্যাডভান্স টিকিট বুকিং করতে হবে। বিশ্বের একাধিক স্থানে উবার তাদের পরিষেবা বৃদ্ধি করেছে। তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে এই হট এয়ার বেলুন পরিষেবা চালু তাদের একটি নতুন চমক, তা বলাই বাহুল্য। সূত্র: ব্লুমবার্গ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম
সীমান্তে উসকানিদাতাদের চরম মূল্য দিতে হবে: আখতার হোসেন
সেনাপ্রধানের সঙ্গে রাওয়ার নবনির্বাচিত কর্মকর্তাদের সাক্ষাৎ
ইস্তাম্বুলে শুরু হলো ফিলিস্তিনি আন্তর্জাতিক মিডিয়া ফোরাম 'তাওয়াসুল'