হারের দায় ‘বিশেষ ধর্মের’ ওপর চাপালেন হিমন্ত, শুরু বিতর্ক
০৭ জুন ২০২৪, ০২:০৭ পিএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ০২:০৭ পিএম
মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ে বিজেপির নির্বাচনী বিপর্যয়ের জন্য 'বিশেষ ধর্মকে' দায়ী করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই আবহে বিতর্ক শুরু হয়েছে উত্তরপূর্বের রাজনীতিতে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বৃহস্পতিবার এই ইস্যুতে তোপ দেগেছেন হিমন্তকে। একদা সহকর্মীকে খোঁচা দিয়ে গৌরব বলেন, ‘হারের দায় স্বীকার করার মতো পরিপক্কতা নেই আসামের মুখ্যমন্ত্রীর।’ এরই পাশাপাশি মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীদের কাছে গৌরবের আবেদন, তারা যেন হিমন্তের মন্তব্যের নিন্দা করেন। উল্লেখ্য, এই তিন রাজ্যেই বিজেপি বা এনডিএ-র জোট শরিকরা সরকারে আছে।
প্রসঙ্গত, মণিপুর, নাগাল্যান্ড এবং মেঘালয়ে বিজেপির বাজে ফলাফলের বিষয়ে প্রশ্ন করা হলে হিমন্ত বলেছিলেন, 'ওই রাজ্যগুলিতে একটি বিশেষ ধর্ম প্রকাশ্যে আমাদের সরকারের বিরুদ্ধে গিয়েছিল এবং সেই রাজ্যগুলিতে সেই বিশেষ ধর্মের বহু মানুষ রয়েছে। সুতরাং এটি একটি পার্থক্য তৈরি করেছে। এটা কোনও রাজনৈতিক পরাজয় নয়। কারণ ধর্ম নিয়ে কেউ যুদ্ধ করতে পারে না। ধরুন কাল যদি সমস্ত শঙ্করাচার্য বসে বলেন যে হিমন্তকে হারতে হবে, তবে আমি কীভাবে চারজন শঙ্করাচার্যের সঙ্গে লড়াই করব? তারা সাধারণত রাজনীতিতে হস্তক্ষেপ করেন না। কিন্তু এবার যে কারণেই হোক না কেন, ওরা আসামের রাজনীতিতেও হস্তক্ষেপ করেছে। এখানে আমরা ওই বিশেষ ধর্মের ভোট পাইনি।'
হিমন্তের এমন মন্তব্যের নিন্দা করে গৌরব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, 'আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া বক্তব্যের নিন্দা করছি। নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুরে এনডিএ-র হারের দায় নেওয়ার মতো পরিপক্কতা তার নেই। আমি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে প্রকাশ্যে এই মন্তব্যের নিন্দা করার আবেদন জানাচ্ছি। একসঙ্গে আমাদের উত্তর-পূর্বের অনন্য পরিচয় রক্ষা করতে হবে।'
মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলির কাছে বিজেপি ও তার জোটসঙ্গীদের বিপর্যয় ঘটেছে। নাগাল্যান্ড এবং মেঘালয় প্রধানত খ্রিস্টান অধ্যুষিত। অন্যদিকে মণিপুরেও উল্লেখযোগ্য খ্রিস্টান জনসংখ্যা রয়েছে। এই আবহে মেঘালয়ে ভয়েস অফ পিপল পার্টি এবং কংগ্রেসের জয় হয়েছে। নাগাল্যান্ডের একমাত্র লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী এস সুপংমেরেন জামির ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী চুমবেন মুরিকে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন। মণিপুরেও বিজেপি দু’টি লোকসভা আসনেই হেরেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়