যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভেটো দিল রাশিয়া ও চীন
০৯ জুন ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৯ জুন ২০২৪, ১২:০৮ এএম
গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। বৃহস্পতিবার এই খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া ও চীন। উদ্বেগ প্রকাশ করে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি পরিকল্পনায় সমর্থন চেয়ে প্রস্তাবটি পেশ করা হয়েছে। এই প্রস্তাবটিকে ইসরাইলি উদ্যোগ বলে উল্লেখ করে এর প্রতি সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন বাইডেন।
নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে এর পক্ষে অন্তত ৯টি ভোট পড়তে হয়। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী রাষ্ট্র আছে যাদের ভেটো দেয়ার ক্ষমতা আছে। এ রাষ্ট্রগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তবে প্রয়োজনীয় ভোট পাওয়ার পরও ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ দেশের কেউ যদি ভেটো দিয়ে দেয়, তবে প্রস্তাবটি পাস করা যাবে না।
বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনাটি নিরাপত্তা পরিষদে পেশ করার পর এটি ৯টি ভোট পেয়েছে। কিন্তু পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া এবং চীন এর মধ্যে ভেটো দিয়েছে। তাই এই প্রস্তাবটি আর কার্যকর হবে না। কূটনীতিকেরা জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্যদেশ আলজেরিয়াও প্রস্তাবটিতে সমর্থন দিতে প্রস্তুত নয় বলে ইঙ্গিত দিয়েছে।
কূটনীতিকেরা আরও জানিয়েছেন যে, নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ প্রস্তাবটি নিয়ে উদ্বিগ্ন। তারা প্রশ্ন তুলেছে যে আসলেই ইসরাইল এই প্রস্তাব গ্রহণ করেছে কি না। তবে তারা চায় খুব শীঘ্রই যুদ্ধবিরতি কার্যকর হোক এবং জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেয়ার বিষয়েও পরিষদ অটল থাকুক।
যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাটি সংশোধনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়া চায় দুপক্ষের লড়াই স্থায়ীভাবে যুদ্ধবিরতি হোক। রাশিয়া আরও জানায় প্রথম ধাপে যুদ্ধবিরতি চলতে চলতেই দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা হোক।
যুক্তরাষ্ট্রের তোলা এই প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজা উপত্যকায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দ্বিতীয় ধাপে লড়াইরত পক্ষগুলোকে তাঁদের মধ্যকার শত্রুতার বন্ধ করতে হবে।
তবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রতিনিধিরা হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছেন। হামাস আগেই জানিয়েছে,গাজা উপত্যকায় যুদ্ধের স্থায়ী অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার চায়। অন্যদিকে ইসরাইল জানিয়েছিল যুদ্ধবিরতির প্রস্তাব চলাকালীনও গাজায় হামলা চালাতে অব্যাহত থাকবে না।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেজরের সঙ্গে এসি সোহেল রানা বাগবিতণ্ডা, নেটদুনিয়ায় ভাইরাল
৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প,কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র
ইসরাইলি বাহিনীর সেনা সংকট, কঠিন বাস্তবতার মুখোমুখি!
মার্কিন হামলায় সিরিয়ায় নিহত ৩৫
সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন