ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১

দক্ষিণ চীন সাগরে বিশ্বের বৃহত্তম উপকূলরক্ষা জাহাজ নামিয়ে যুদ্ধ চাইছে বেইজিং?

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৭ জুলাই ২০২৪, ০৮:৪০ এএম | আপডেট: ১৭ জুলাই ২০২৪, ০৮:৪০ এএম

ফিলিপিন্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নোঙর করেছিল চীনের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সিসিজি ৫৯০১। সেই জাহাজটিকে খুঁজে বার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ফিলিপিন্সের উপকূলরক্ষী বাহিনী।

 

স‌ংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, চীনা জাহাজটি স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের সাবিনা শোলের কাছে নোঙর করেছিল। এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা জল্পনা। প্রতিটি দেশের হাতেই নিজস্ব নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর জাহাজ থাকে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলি সাধারণত নৌবাহিনীর জাহাজগুলির থেকে আয়তনে ছোট হয়।

 

কিন্তু সিসিজি ৫৯০১ তেমনটা নয়। চীনের উপকূলরক্ষী বাহিনীর ব্যাতিক্রমী ওই জাহাজ ‘মনস্টার’ বা দানব নামে পরিচিত। কেন এমন নাম? আকার আয়তনে চীনা উপকূলরক্ষী বাহিনীর ওই জাহাজ আর পাঁচটা দেশের সাধারণ উপকূলরক্ষী বাহিনীর জাহাজের মতো একেবারেই নয়। সিসিজি ৫৯০১ বিশ্বের বৃহত্তম উপকূলরক্ষা জাহাজ।

 

আমেরিকাতেও সিসিজি ৫৯০১-র মতো উপকূলরক্ষী বাহিনীর এত বড় জাহাজ নেই। এমনকি, আমেরিকার অনেক নৌবাহিনীর জাহাজও এই চীনা জাহাজটির থেকে ছোট। সিসিজি ৫৯০১ একটি ৫৪১ ফুট লম্বা জাহাজ, যার স্থানচ্যূতি প্রায় ১ কোটি ২০ লক্ষ কেজি। আমেরিকার উপকূলরক্ষী বাহিনীর সাধারণ জাহাজগুলির তুলনায় সেটি কমপক্ষে তিন গুণ বড়।

 

আমেরিকার কয়েকটি নৌবাহিনীর জাহাজের তুলনায়ও বড় সিসিজি ৫৯০১। আমেরিকার নৌবাহিনীর আর্লেই বার্ক শ্রেণির জাহাজগুলির স্থানচ্যূতি ৯৭ লক্ষ কেজি। যা লম্বায় সিসিজি ৫৯০১-এর চেয়ে প্রায় ৩৫ ফুট ছোট।

 

উল্লেখ্য, সিসিজি ৫৯০১ আক্রমণের ক্ষমতাও অন্য দেশের উপকূলরক্ষী বাহিনী জাহাজের তুলনায় বেশি। এটিতে দু’টি ৭৬.২ মিলিমিটারের বন্দুক বসানো রয়েছে। অন্য দিকে, সমুদ্রে হামলার মুখে পড়লে, তা প্রতিরোধের জন্য আমেরিকার উপকূলরক্ষী বাহিনী জাহাজে মাত্র একটি ৫৭ মিলিমিটারের বন্দুক থাকে।

 

সেই ‘মনস্টার’ই ঢুকে পড়েছে ফিলিপিন্সের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল আসলে কী? এ ক্ষেত্রে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে একটি দেশের সামুদ্রিক অঞ্চলের সেই অংশ বোঝায়, যেখানে পানির নীচে থাকা জীবিত এবং জড় সম্পদের উপর একচেটিয়া অধিকার থাকে ওই দেশের। তবে, অস্ত্র বহন করছে না এমন অন্য দেশের জাহাজের ওই অংশ দিয়ে অবাধে যাতায়াতের অনুমতি থাকে।

 

কিন্তু কেন দক্ষিণ চীন সাগরে ঘোরাফেরা করছে ‘মনস্টার’? দক্ষিণ চীন সাগরের অনেকখানি অংশকে নিজেদের সামুদ্রিক অঞ্চল বলে দাবি করে বেইজিং। আবার ফিলিপিন্সের দাবি, ওই নির্দিষ্ট অংশ তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। আর তা নিয়ে দু’দেশের মধ্যে বিতর্ক বহু দিনের।

 

দক্ষিণ চীন সাগরের ওই অংশে ক্রমাগত চীনা আস্ফালনের মুখে পড়তে হয় ফিলিপিন্সকে। ফিলিপিন্সের মৎস্যজীবীদেরও ওই অঞ্চলে বিভিন্ন অর্থনীতি সংক্রান্ত কাজ করা থেকে বিরত রেখেছে চীন।

 

অন্য দিকে, ফিলিপিন্সের তরফে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলে দাবি করা ওই অংশে চীনা জাহাজ নোঙর করাকে চীনের আক্রমণাত্মক পদক্ষেপ হিসাবে বিবেচনা করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ। অনেকে এটি চীনের চোখরাঙানি এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন হিসাবেও দেখছেন।

 

গত ১৭ জুনও দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সেকেন্ড থমাস শোলে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফিলিপিন্স এবং চীনের নৌবাহিনী। ফিলিপিন্সের নৌবাহিনীর বেশ কয়েক জন সেনা আহত হন। চীনের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ক্রমাগত ফিলিপিন্সের উপকূলরক্ষী বাহিনীর বোটগুলিকে অন্য এক জাহাজে খাদ্য, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ থেকে বিরত রাখতে বার বার বাধা দেয়। সেই ছবিও প্রকাশ্যে আসে।

 

আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশের বিশ্বাস, আয়তনে ছোট প্রতিবেশীদের ভয় দেখিয়ে অনেক দিন ধরেই সেই দেশগুলির উপর প্রভাব বিস্তার করতে চাইছে চীন। আর সে কারণেই, দক্ষিণ চীন সাগরের ওই অংশে মনস্টার নোঙর করেছিল বেইজিং। অন্য একাংশের আবার অনুমান, সামরিক ক্ষমতার আস্ফালন দেখিয়ে দক্ষিণ চীন সাগরে যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে শি জিনপিংয়ের দেশ।

 

বেইজিং যে যখন-তখন যুদ্ধ বাধিয়ে ফেলতে পারে, তার ইঙ্গিত মিলেছে খোদ চীনের বিত্তবানদের থেকেই। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিগত কয়েক মাস ধরে চীনের অনেক বিত্তশালী ব্যবসায়ী সে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিচ্ছে। ধীরে ধীরে নিজেদের সম্পত্তি এবং ব্যবসাও নাকি চীন থেকে গুটিয়ে নিচ্ছেন তারা। আসন্ন যুদ্ধের কথা ভেবেই চীনের বিত্তশালীদের অনেকে এই পদক্ষেপ করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা