আমেরিকার আদালত যেভাবে ট্রাম্পকে শাস্তি থেকে রেহাই দিচ্ছে
১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের ঘটনা আমেরিকার বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিচারক জুয়ান মার্চান গত ৬ সেপ্টেম্বর এক নির্দেশে সাজা ঘোষণার দিন ২৬ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করতে আগে থেকেই নানা আইনি কৌশল অবলম্বন করছেন তাঁর আইনজীবীরা। এর আগে ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। নিউইয়র্কের একটি আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের ‘রাইট টু সাইলেন্ট’ মামলায় সাজা ঘোষণা করা হবে।
মার্কিন সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ দাবি করে আসছে যে, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করে থাকে। কিন্তু যেসব মামলায় ট্রাম্পের অপরাধ প্রমাণিত হয়েছে সেগুলো স্থগিত করার ঘটনা দেশটির বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছে। এই নিবন্ধে আমরা ডোনাল্ড ট্রাম্পের অপরাধের বিরুদ্ধে মার্কিন বিচার ব্যবস্থার নীরবতা সম্পর্কে রেসালাত পত্রিকায় 'হানিফ গাফফারি'র লেখা একটি প্রবন্ধ তুলে ধরছি। তিনি লিখেছেন:
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে ফেলার চেষ্টার এক অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হলেও চলতি বছরের জুনে এ সংক্রান্ত মামলা স্থগিত করার রায় দিয়েছে জর্জিয়ার আপিল আদালত।
ট্রাম্পের বিরুদ্ধে আনা চারটি ফৌজদারি মামলার একটি ছিল এটি। কিন্তু আদালত ট্রাম্পর সুরক্ষা নিশ্চিত করেছে। এক্ষেত্রে আমরা পর্ণোগ্রাফিক চলচ্চিত্রের অভিনেত্রীর স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্পের ঘুষ দেয়ার বিষয়ে ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্ক আদালতের রায়ের কথাও উল্লেখ করতে পারি।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেয়া হয়েছিল স্টর্মিকে। ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ট্রাম্প। ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে।
তবে আদালতের বিচার জুয়ান মের্চান বলেন, সাজা প্রদানের তারিখ স্থগিত করা হয়েছে যাতে কোনো রকম ধারণা না জন্মায় যে বিচারিক প্রক্রিয়াটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীর ওপর প্রভাব ফেলতে পারে বা তা প্রভাবিত করতে চায়। আদালত একটি ন্যায্য, নিরপেক্ষ ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।
বিচারক রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়ানোর কথা বললেও ট্রাম্পের সমালোচকরা বলছেন, এই ধরনের চিন্তা ট্রাম্পকে জাতীয় রাজনীতিতে তার অবস্থানের ভিত্তিতে বিশেষ সুবিধা প্রদান করছে। মার্কিন বিশেষ কৌঁসুলি মনে করেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে 'হস্তক্ষেপ' সংক্রান্ত মামলাটি পর্নো তারকাকে ঘুষ দেওয়া এবং কর ফাঁকির মামলার মতোই পরিণতি বরণ করেছে।
ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে জয়লাভ করেন, তাহলে মার্কিন সংবিধান অনুযায়ী, অপরাধে দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এবং তার আশেপাশের লোকদের ক্ষমা করে দিতে পারবেন এবং উল্লিখিত মামলাগুলো স্থগিত করতে পারবেন। তখন ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডের আদেশ কিংবা জরিমানা বাস্তবায়ন করা যাবে না।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান