ঈদের দিনেও রক্তাক্ত পাকিস্তান, একাধিক সংঘর্ষে নিহত ৬
জাফার এক্সপ্রেসের অপহরণের ক্ষত এখনও দগদগে। উত্তপ্ত বালোচিস্তান। এই পরিস্থিতিতে আজ সোমবার ইদের দিনেও রক্তাক্ত পাকিস্তান। করাচি, উমেরকোট-সহ একাধিক শহরে ঘটল গুলি চালানোর ঘটনা! এর মধ্যে কোথাও নামাজের পর মসজিদে ঢুকে গুলি চালানো হয়েছে, কোথাও আবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৯।
জানা গিয়েছে, আজ যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ভিন্ন কারণ রয়েছে। সোয়াবির গাদুন...