অর্ধশতাব্দী পর পুনর্বিবাহ
বলা হয় প্রথম প্রেম কখনো ভোলা যায় না আর যেখানে ভালোবাসা থাকে সেখানে ঝগড়া হয়। প্রায় ৫০ বছর বিবাহবিচ্ছেদের পর আবার বিয়ে করেছেন এমন এক আমেরিকান দম্পতির ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে।৮৯ বছর বয়সী ফে গ্যাবেল এবং ৯৪ বছর বয়সী রবার্ট ওয়েইনরিচ, যিনি ১৯৭৫ সালে বিবাহবিচ্ছেদ করেছিলেন, তারা আবার বিয়ে করেছেন।
ফে গ্যাবেল-এর ২ সৎপুত্র ছাড়াও দম্পতির নাতি-নাতনি এবং তাদের সন্তানরাও যোগ...