নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট কে এই নাদাইতওয়া?
এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল নামিবিয়া। এই প্রথম এক মহিলা প্রেসিডেন্ট পেল ওই দেশ। ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া তাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট। এতদিন পর্যন্ত নামিবিয়ার উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার তার হাত ধরেই নারী শাসনের নয়া বিপ্লব ঘটল সেই দেশে। তার জয়ের মাধ্যমে তাদের নেতৃত্বাধীন এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়তে চলেছে।
১৯৯০ সালে এসডব্লিউএপিও দলের নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকার...