৭ জন নিহত
ভারতের তামিল নাডু রাজ্যের মন্দির শহর তিরুভান্নামালাইয়ে ভূমিধসের সময় আবাসিক ভবনের ওপর বোল্ডার পড়ে সাত সদস্যের এক পরিবারের সবাই নিহত হয়েছেন। এর পরদিন শহরটিতে ফের ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় ফেইনজালের অবশিষ্টাংশের প্রভাবে তামিল নাডুর বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। টানা ভারি বৃষ্টির পর রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে আন্নামালাইয়ার পাহাড়ের নিচের দিকের ঢালে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। পাহাড়...