বুনো হাতির ভয়ে ...
তখন বিকেল প্রায় শেষ। তামিলনাড়ুর নীলগিরি জেলার ছোট শহর গুডালুরে তখন সূর্যের শেষ দিকের ছটা। একটু পরেই সন্ধ্যা নামবে। নীলগিরি এলাকায় অসংখ্য কফি বাগিচা রয়েছে। তারই একটিতে তখন দিনের শেষবেলার কাজের তোড়জোড় চলছে। সন্ধ্যা নামার আগে কাজ সারার ব্যস্ততা তুঙ্গে। তারমাঝেই হঠাৎই শোরগোল। হঠাৎ বাগানে এসে হাজির একটি বুনো হাতি। তাকে দেখেই প্রবল আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মনে। যে যেদিকে পারে...