ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ এরদোগানের
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান ইসলামি দেশগুলোকে একত্রিত হয়ে গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান উল্লেখ করেছেন, তুরস্ক ইসলামি বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, ‘আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি’। এরদোগান উল্লেখ করেছেন, তুরস্ক ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি। সেই...