সউদী আরবে সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড
সউদী আরবের কর্তৃপক্ষ শনিবার(৩০ নভেম্বর) রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুই সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক বিবৃতি প্রকাশ করেছে।অভিযুক্তরা হলেন মুহাম্মদ বিন ধাফের বিন থামের আল-আমরি এবং আবদুল্লাহ বিন খাদের বিন আবদুল্লাহ আল-গামদি।
সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই দুই ব্যক্তি তাদের দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছেন।তারা একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দেশের ভেতরে এবং বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড...