মহাকাশের বর্জ্য ওজোন স্তরের বিপন্নতা বাড়াচ্ছে
নাম তাদের মেটাল জাঙ্ক। বিভিন্ন রকেট কিংবা উপগ্রহের ত্যাগ করা অংশ জমে জমে তৈরি হয় ওই ধাতব ‘বর্জ্য’। যা জমে রয়েছে পৃথিবী থেকে ১০ কিমি উপরে। আর সেই সব ধাতব পদার্থই পৃথিবীর আবহাওয়ামণ্ডলে প্রভাব ফেলছে। যা নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। ‘ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ তথা নোয়া ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি উপরে অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ারে ওই ধাতব পদার্থের সন্ধান করতে ‘স্ট্র্যাটোস্ফেরিক এরোসেল...