এআই নিয়ন্ত্রণে রাখতে অভিনব সম্মেলন ব্রিটেনে
রাজনীতি ও অর্থনীতি জগতের শীর্ষ নেতা, বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের নিয়ে বুধবার ব্রিটেন এক অভূতপূর্ব সম্মেলনের আয়োজন করছে৷ তথাকথিত ‘ফ্রন্টিয়ার এআই` প্রযুক্তির প্রভাবকে ঘিরে আশঙ্কা নিয়ে তারা আলোচনা করবেন৷ সবচেয়ে উন্নত এই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, আরো মারাত্মক সাইবার হামলা, মানুষের তৈরি প্রণালীর উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় কীভাবে মোকাবিলা করা সম্ভব, সে বিষয়ে স্পষ্ট রূপরেখা স্থির করতে চান অংশগ্রহণকারীরা৷
ব্রিটিশ...