‘ওরা যতই বোমা ফেলুক, জন্মভূমি ছাড়ব না’
‘তারা যদি আমার মাথার ওপরে থাকা ছাদে বোমা হামলা চালায়, তবু আমি পালাবো না। ওরা যতই বোমা ফেলুক, জন্মভূমি ছাড়বো নাÑ এখানেই থাকবো।’ ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন বোমা হামলায় বিধ্বস্ত গাজার এক বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম। ৪২ বছর বয়সী মোহাম্মদ ইব্রাহিম গাজার উত্তরাঞ্চলের শহর গাজা সিটিতে অবস্থান নিয়েছেন। সেখান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি জানান, নিজের জন্মভূমি ছেড়ে পালাবেন না তিনি।...