জয় শাহর কালা যাদু
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আজব দাবি করলেন বিখ্যাত টিক টকার হারিম শাহ। হারিম শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ পাকিস্তান ক্রিকেট দলকে কালো জাদু করার জন্য কালো জাদু বিশেষজ্ঞ কার্তিক চক্রবর্তীকে নিয়োগ করেছেন। হারিম শাহ আইসিসিকে উদ্দেশ করে লিখেছেন, বিষয়টির তদন্ত হওয়া উচিত, এটা অগ্রহণযোগ্য।মনে রাখা দরকার যে, বিশ্বকাপের ৮টি মোকাবিলার সবকটিতেই...