এ কেমন গান্ধী! ‘ভয়ংকর’ মূর্তি দেখে জনরোষ মীরাটে
ভারতীয় জাতির জনকের এ কেমন চেহারা! কিম্ভূতকিমাকার, ‘ভয়ংকর’ গান্ধী মূর্তি দেখে ক্ষোভে ফেটে পড়ল মীরাট জনতা। জনরোষ ক্রমশ বাড়তে থাকায় সামাল দিতে মূর্তি সরিয়ে দিল পৌরসভা। ততক্ষণে অবশ্য যা হওয়ার হয়ে গিয়েছে। ফেলে দেয়া জিনিস দিয়ে তৈরি করা মহাত্মা মূর্তির গা শিউরে ওঠা মুখের ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মহা বিড়ম্বনায় প্রশাসন।
গান্ধীজয়ন্তী উপলক্ষে অভিনব পদক্ষেপ নিয়েছিল মীরাট পুরসভা। তেলের ড্রাম, নাট...