ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড কেলভিনের
ম্যারাথনে নতুন বিশ্বরেকর্ড করলেন কেনিয়ার কেলভিন কিপটাম। শিকাগোতে এই বিশ্বরেকর্ড করেছেন তিনি।
আগের রেকর্ডও কেনিয়ার কাছেই ছিল। অলিম্পিক চ্যাম্পিয়ন এলিউড কিপচোগের দখলে ছিল এই রেকর্ড। শিকাগোতে দুই ঘণ্টা ৩৫ সেকেন্ডে ম্যারাথন শেষ করে নতুন বিশ্বরেকর্ড করলেন কেলভিন।
কেলভিন জানিয়েছেন, তিনি রেকর্ডের কথা মাথায় রেখে দৌড় শুরু করেননি। পরের দিকে তিনি বুঝতে পারেন, গতি বাড়াতে পারলে তিনি রেকর্ডের কাছে থাকবেন।
তিনি জানিয়েছেন, ‘আমি খুব...