মার্কিন রণতরী ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের অংশ : হামাস
ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনে যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে বলে এক প্রতিক্রিয়ায় অভিযোগ তুলেছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এর আগে রোববার ইসরাইলের প্রতি সমর্থন জানিয়ে পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি অন্যান্য যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেয়। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, এ সহযোগিতা আমাদের জনগণ বা তাদের প্রতিরোধকে ভীত করে না। জনগণ ও পবিত্র স্থানগুলোকে রক্ষা করব...