চীনের অনেক বাড়ি খালি থাকবে
ক্রেতার অভাবে খালি পড়ে রয়েছে চীনের লাখ লাখ ফ্লাট। এমনকি দেশটির ১৪০ কোটি জনসংখ্যার সবাই এসব আবাসনে থাকলেও অনেক ফ্লাট খালি থেকে যাবে। শনিবার দেশটির সংকটে থাকাস্ত রিয়েল এস্টেট খাত নিয়ে বিরল এ মন্তব্য করেন সাবেক এক কর্মকর্তা। খবর সিএনএন। চীনা অর্থনীতির একসময়কার স্তম্ভ আবাসন খাত ২০২১ সালের পর থেকেই পড়তি অবস্থা দেখছে। রিয়েল এস্টেট জায়ান্ট চায়না এভারগ্র্যান্ড গ্রুপসহ অন্যান্য...