‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
ইউক্রেনের ফ্রন্টলাইন (সামনের সারি) ‘পতনের’ ঝুঁকিতে রয়েছে কারণ রাশিয়ান বাহিনী গ্রামের পর গ্রাম দখল করছে, বিশ্লেষকরা সতর্ক করেছেন। প্রায় তিন বছরের লড়াইয়ে ক্লান্ত কিয়েভের সেনারা সংখ্যায় অনেক কমে গেছে এবং সরঞ্জামের অভাবেও ভুগছে।
এর সঙ্গে গত গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের সাহসী অনুপ্রবেশের কারণে ইউক্রেনের কিছু অভিজাত সৈন্য এখন সীমান্তের ওপারে আটকে পড়েছে এবং ফ্রন্টলাইনের দুর্বল জায়গাগুলোতে তারা সাহায্য করতে অক্ষম।...