ভারত বিরোধী ৯ গোষ্ঠী সক্রিয় কানাডায়, দিল্লির অনুরোধ প্রত্যাখ্যান ট্রুডো সরকারের!
খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারত-কানাডা সম্পর্কের চরম অবনতি হয়েছে। এর মধ্যেই কানাডা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আনল ভারত। দিল্লির দাবি, খলিস্তাপন্থী স্বাধীনতাকামীদের সমর্থনকারী ৯টি বিচ্ছিন্নতবাদী সংগঠন রয়েছে কানাডায়। একাধিক অনুরোধের পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ট্রুডো সরকার। অথচ পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুন-সহ একাধিক জঘন্য অপরাধে অভিযুক্ত ওই সংগঠনের সদস্যরা।
ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন (WSO), খলিস্তান টাইগার ফোর্স (KTF), শিখস...