আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত বাইডেনের ছেলে হান্টার
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ডেলাওয়্যার ফেডারেল আদালত আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত তিনটি বিষয়ে তাঁকে অভিযুক্ত করে।
হান্টারের বিরুদ্ধে প্রসিকিউটররা অভিযোগ করেন, ২০১৮ সালের অক্টোবরে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন হান্টার। কোকেনের আসক্তি থাকা সত্ত্বেও অস্ত্র কেনার সময় লিখিত ফর্মে নিজের মাদকাসক্তির কথা লুকান তিনি। এসব অভিযোগে...