কৃষ্ণাঙ্গ নিপীড়নের প্রতিবাদী মুখ হলেন অ্যাম্বাসাডর! যুক্তরাষ্ট্রে ডাভ বয়কট
জনপ্রিয় প্রসাধনী দ্রব্য প্রস্তুতকারক কোম্পানি ডাভের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন যুক্তরাষ্ট্রের বহু মানুষ। সম্প্রতি সেখানে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সমর্থক জিয়ানহা ব্র্যায়ান্টকে অ্যাম্বাসাডর করেছে ডাভ। আর তারপর থেকেই সেদেশে শুরু হয়েছে ডাভ বয়কট করার ট্রেন্ড।
কিন্তু ২২ বছরের সমাজকর্মীর প্রতি কী কারণে এত ক্ষোভ? ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘ফ্যাট লিবারেশনে’র সমর্থক। কিন্তু তিনি বিতর্কে জড়িয়েছিলেন তার ভুল অভিযোগে এক শ্বেতাঙ্গ ছাত্রী মর্গ্যান বেটিংগার...