"পিটিআই" প্রধান ইমরান খানকে নতুন মামলায় ৫ দিনের রিমান্ড
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে একটি নতুন পুলিশ স্টেশন মামলায় পাঁচ দিনের শারীরিক রিমান্ডে পুলিশে হস্তান্তর করা হয়েছে।পাকিস্তানের অ্যান্টি-টেররিজম কোর্ট (ATC) বৃহস্পতিবার এই রিমান্ডের আদেশ দেয়।ইমরান খানকে গত রাতে নিউ টাউন পুলিশ স্টেশন মামলায় গ্রেপ্তার করা হয়।
কোর্টে তোলা হলে, প্রসিকিউশন টিম তার ১৫ দিনের রিমান্ড দাবি করলেও, ATC বিচারক পাঁচ দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্ত চালিয়ে যেতে...