আদালতের রায়েও মুক্তি পেলেন না ইমরান খান
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) গতকাল তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের সাজা স্থগিত করেছে। এরপরও কূটনীতিক বার্তা (সাইফার) প্রকাশের মামলায় ফাঁসতে যাচ্ছেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী।
সরকারের গোপন তথ্য প্রকাশের আইন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে এ মামলার শুনানির জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত অ্যাটক জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ওই জেলেই বন্দী আছেন পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান।...