শপিং মলে হাঁটছে ম্যানেকুইন
নির্জীব ম্যানেকুইনের হেঁটে চলার কথা ভূতের গল্পের বইতে কেউ হয়তো পড়েছেন। সিনেমা, সিরিয়াল কিংবা ওয়েব সিরিজেও দেখে থাকতে পারেন। আর সেই সব ম্যানেকুইনের সঙ্গে যুক্ত থাকে একটাই নাম, ‘ভ-এ দীর্ঘ-ঊ, ৎ’ ভূত! বলা বাহুল্য চোখের সামনে এমন দৃশ্য দেখলে আত্মা খাঁচা ছাড়া হওয়ার জন্য ছটফট করবেই।এ অদ্ভুত ম্যানেকুইনগুলি সাজানো রয়েছে চীনের একটি শপিং মলে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও অন্তত...