‘ও পাকিস্তানেই মরুক’, নাসরুল্লাহকে বিয়ে করায় বললেন অঞ্জুর বাবা
মেয়ে যে এরকম কাজ করতে পারেন, সেটা এখনো বিশ্বাস করতে পারছেন না। স্বামীকে ডিভোর্স না দিয়েই দুই সন্তানকে রেখে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় যুবক নাসরুল্লাহকে বিয়ে করায় মেয়ের প্রতি তীব্র বিতৃষ্ণা প্রকাশ করলেন ভারতীয় ‘বধূ’ অঞ্জুর (নাম পাল্টে এখন ফাতিমা) বাবা গয়াপ্রসাদ থমাস। মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বৌনা গ্রামে সাংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানান, মেয়ে...