মার্কিন কংগ্রেসে ইউএফও নিয়ে শুনানি শুরু
ইউএফও আদৌ আছে না নেই, পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে উন্নত প্রাণির অস্তিত্ব আছে কি নেই, তানিয়ে প্রচুর তর্ক হয়েছে। অসংখ্য সায়েন্স ফিকশন লেখা হয়েছে। সিনেমা হয়েছে। এবার সেই অন্য গ্রহের প্রাণির যান ইউএফও-র অস্তিত্ব নিয়ে শুনানি শুরু হলো মার্কিন কংগ্রেসে।
আসলে সাবেক গোয়েন্দা অফিসার ডেভিড গ্রাশ দাবি করেছেন, মার্কিন কর্তৃপক্ষ ইউএফও নিয়ে তথ্য চেপে যাচ্ছে। পেন্টাগন অবশ্য এই দাবি অস্বীকার...