ভারতে জি-২০ সম্মেলন শুরু : অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের যোগদান
জি-২০ দেশসমূহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দু’দিনের সম্মেলন আজ ভারতের গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রতিনিধিদলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার রয়েছেন।অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়, তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও...