মঙ্গলের ‘শয়তানি ঝড়’-এ অবাক নাসার বিজ্ঞানীরা
মঙ্গল গ্রহে `শয়তান`-র ঘোরাঘুরি! ধূলা উড়িয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সে। আর সেই ছবি হাতে আসতেই জ্যোতির্বিজ্ঞানীদের চোখ কপালে। `শয়তান`-র অসীম শক্তির উৎস সন্ধানে কোমর বেঁধে লেগে পড়েছেন তারা। যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্বের সকল মহাকাশ গবেষকরা।
বর্তমানে লাল গ্রহের বুকে ঘুরে বেড়াচ্ছে মার্কিন জ্যোতির্বিজ্ঞানীদের সংস্থা নাসার পাঠানো `পার্সিভ্যারেন্স` রোভার। সম্প্রতি সেখানে একটি টর্নেডোর সন্ধান পায় এই নভোযান। পত্রপাট তার ছবি...