রাশিয়ার `কৃষ্ণ সাগর শস্য চুক্তি' প্রত্যাহার
কৃষ্ণসাগর শস্য চুক্তি নবায়ন করেনি রাশিয়া। চুক্তি নবায়নে রাশিয়া কোনো আগ্রহ না দেখানোয় চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে `শেষ` হয়ে গেল। এভাবে কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য পরিবহণের জন্য জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কোর মধ্যে হওয়া চুক্তির সমাপ্তি হলো। -দ্য নিউ ইয়র্ক টাইমস, আরটি
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে আজ সোমবার রুশ গণমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে। তবে মুখপাত্র বলেছেন...