ম্যাক্রোঁকে সেতার ও তার বউকে শাড়ি উপহার দিলেন মোদী
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চন্দন কাঠের ওপর কারুকার্য করা সেতারের একটি প্রতিকৃতি উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ম্যাক্রোঁর আমন্ত্রণে সাড়া দিয়ে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে দু’দিনের সফরে গত বৃহস্পতিবার প্যারিসে পৌঁছান মোদী।
দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদীর দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল একটি পচাম্পলি ইক্কাত সিল্ক শাড়ি, একটি মার্বেলের টেবিল, একটি কাশ্মীরি গালিচা ও চন্দনকাঠ দিয়ে...