২৮৯ শিশুর মৃত্যু
ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ২৮৯ শিশু সাগরে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা- ইউনিসেফ। সংস্থাটি বলছে, এই সংখ্যাটি ২০২২ সালের প্রথমার্ধে রেকর্ড করা সংখ্যার প্রায় দ্বিগুণ। সংঘাত এবং আবহাওয়াপরিবর্তনের কারণে শিশুরা ভূমধ্যসাগর দিয়ে বিপজ্জনক যাত্রা করেছে বলেও জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফ বলছে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে আনুমানিক ১১ হাজার ৬০০ শিশু ভূমধ্যসাগর পাড়ি...