এ গ্রহাণু পৃথিবীতে পড়লে সবাই রাতারাতি বড়লোক হতে পারে
১৬ সাইকি হল একটি ১৪০ মাইল বা প্রায় ২২৬ কিলোমিটার প্রশস্ত একটি গ্রহাণু, যার মধ্যে রয়েছে ১০ হাজার কোয়াড্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের লোহা, নিকেল এবং সোনা। সেই কারণেই এ গ্রহাণু এত মূল্যবান। এটি এতটাই বড় যে, এই পৃথিবীর সব মানুষকে বড়লোক করে দিতে পারে। অ্যাস্ট্ররয়েড বা গ্রহাণু শব্দটা শুনলেই যেন অনেকের ভ্রুকুঞ্চিত হয়। অনেকেই ভাবতে থাকেন, মহাকাশ থেকে আসা এমন...