সদ্যজাতকে নিয়ে সমাবর্তনে
কন্যাকে সাথে নিয়ে স্নাতক ডিগ্রি গ্রহণের একটি ভিডিও ভাইরাল হয়েছে মিশিগানের ২৪ বছর বয়সী মহিলা গ্রেস শিমশেকের। গ্রেস শিমশেকের সমাবর্তন অনুষ্ঠান থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে তাকে তার গ্র্যাজুয়েশন গাউনে তার নবজাতক কন্যাকে তার বুকে ধরে থাকতে দেখা যায়।গ্রেস শিমশেক বলেছেন, ‘আমি এ ডিগ্রির জন্য কঠোর পরিশ্রম করেছি এবং আমি আমার ক্লাসের বাকিদের সাথে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলাম।...