জ্বলন্ত আগ্নেয়গিরিতে বসেই পিৎজার স্বাদ, অবাক কাণ্ড তরুণীর!
বেড়াতে যেতে কে না ভালবাসেন। আবার বেড়াতে গিয়ে খেতেও মন চায় বারবার! সেই খাদ্য তালিকায় থাকে রকমারি পদও। কিন্তু ভ্রমণে গিয়ে আজব ইচ্ছার কথা শুনেছেন? খেতে গিয়ে এমনই এক ভয়ানক কাণ্ড ঘটালেন এক যুবতী।
জীবন্ত আগ্নেয়গিরিতে বসেই পিৎজা খেলেন ওই যুবতী। শুধু তাই-ই নয়, আগ্নেয়গিরির প্রবল তাপেই বানিয়ে ফেললেন সেই খাবার! আর মুহুর্তেই ভাইরাল হল সেই ভিডিও। নেটজগতে শোরগোল ফেলল এমন...