অভিন্ন দেওয়ানি বিধি আসলে ভাঁওতা, বিজেপির মূল লক্ষ্য হিন্দু রাষ্ট্র: অমর্ত্য সেন
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির আকস্মিক তোড়জোড়ে ক্ষুব্ধ নোবেলজয়ী অমর্ত্য সেন। তার অভিযোগ, এসবই বিজেপির ভাঁওতাবাজি। তাদের আসল লক্ষ্য হল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সংসদের বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল আনতে চায় কেন্দ্র। বিজেপি তথা জনসংঘ সেই প্রতিষ্ঠালগ্ন থেকে বলে আসছে, এক দেশ, দুই বিধান-দুই নিশান হতে পারে না। বস্তুত বিগত বেশ কয়েকটি লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তাহারেও অভিন্ন...