ইউক্রেনে সেনা মোতায়েন করতে পারে ন্যাটো
১১-১২ জুলাই ভিলনিয়াসে অনুষ্ঠিত হতে যাওয়া জোটের শীর্ষ সম্মেলনের পরে ইউক্রেনে ন্যাটোর একটি দল মোতায়েন করা হতে পারে, ‘উই আর টুগেদার উইথ রাশিয়া’ আন্দোলনের নেতা ভ্লাদিমির রোগভ বৃহস্পতিবার তাসকে বলেছেন। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা এর আগে বলেছিলেন যে, ইউক্রেন ভিলনিয়াসে শীর্ষ সম্মেলনে জোটে যোগদানের আমন্ত্রণ পাবে না, তবে ন্যাটো দেশগুলো সম্মেলনের আগে এমন কিছু পদক্ষেপ নেবে যাতে ইউক্রেন হতাশ না...