জন্মদিনের পোশাকেই ন্যুডফেস্ট
ব্রিটেনের সমারসেটে থর্নি লেক পাড়ে শুরু হয়েছে ন্যুড ফেস্ট। এতে অংশ নিচ্ছেন ব্রিটিশরা। তাদের শরীরে কোনো পোশাক নেই। ৪ঠা জুলাই থেকে ৯ই জুলাই পর্যন্ত চলবে এই উৎসব। যারা এতে অংশ নিচ্ছেন তারা সবাই বিবস্ত্র। উৎসবের আমজে যে যার মতো ব্যস্ত। কারো দিকে কারো তাকাবার যেন নেই অবসর। গান, নাচ এবং বিভিন্ন রকম অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। সেসব ইভেন্টে অংশ নিচ্ছেন...