নারীদের উপরে নিষেধাজ্ঞার কারণে তালেবানের স্বীকৃতি ‘অসম্ভব’: জাতিসংঘ
আফগানিস্তানে যতদিন পর্যন্ত নারীদের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা থাকবে ততদিন তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে ‘প্রায় অসম্ভব’। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ কথা বলেছেন আফগানিস্তানে জাতিসংঘের দূত এবং সহায়তা মিশনের প্রধান রোজা ওতুনবায়েভা।
তিনি বলেন, তালেবানরা জাতিসংঘ ও এর সদস্য দেশগুলির কাছ থেকে স্বীকৃতি চায়। কিন্তু একইসাথে তারা জাতিসংঘের সনদে প্রকাশিত মূল মূল্যবোধের বিরুদ্ধে কাজ করছে। তারা নারীদের বিরুদ্ধে...