জাপানী মন্ত্রী ও জি-২০ প্রতিনিধিদের দিল্লি মেট্রো ভ্রমণ ও যাদুঘর পরিদর্শন
জাপানের মন্ত্রী ও জি-২০ প্রতিনিধিরা দিল্লি মেট্রো চড়ে ভ্রমণ করেছেন ও যাদুঘর পরিদর্শন করেছেন। জাপানি দলটি চাউরি বাজারের ভূগর্ভস্থ স্টেশন ঘুরে দেখেন এবং প্যাটেল চক মেট্রো স্টেশনে দিল্লি মেট্রো মিউজিয়াম পরিদর্শন করেছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। -এনডিটিভি
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শুনসুকে তাকি দিল্লি মেট্রোতে যাত্রা করেন এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) এর যাদুঘর পরিদর্শন করেন। তিনি...