চীনে কিছু মানুষ যেভাবে চিরতরে বদলে গেল
চীনে যে তিনটি ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপন করা হয় তার একটি ২০ মে। এই দিনে জুটিরা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, স্থানীয় প্রশাসন ভিড় সামলাতে অফিস সময় বাড়িয়ে দেয়। কিন্তু এ বছর সেই তৎপরতা দেখা যায়নি।চীনা সংবাদমাধ্যম দ্য পেপার তাদের তথ্যে বলছে, প্রতিবছর ২০ মে বিয়ের রেজিস্ট্রেশন বাড়লেও এবার গুয়াংডং ও ফুজিয়ানে প্রায় ৪০ শতাংশ কমেছে। হুবেই ও গুইঝোতে ৫০ শতাংশ কমেছে।প্রয়াত...