বিশেষজ্ঞদের দাবি জলবায়ু সম্মেলন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হচ্ছে
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য জাতিসংঘের COP জলবায়ু সম্মেলনগুলি এখন ব্যর্থ হচ্ছে বলে উল্লেখ করেছেন অনেক বিশেষজ্ঞ।এই বিষয়ে একটি চিঠি লিখেছেন জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান-কি মুন,জাতিসংঘের প্রাক্তন জলবায়ু প্রধান ক্রিস্টিয়ানা ফিগুয়েরেস, এবং আয়ারল্যান্ডের প্রাক্তন রাষ্ট্রপতি মেরি রবার্টসন।তারা বলছেন, COP সম্মেলনের বর্তমান কাঠামো জলবায়ু সংকটের সমাধান করতে অক্ষম, এবং তা পুনঃসংগঠন করা জরুরি।
এ বছর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে COP29...