সেলফি তুলতে গিয়ে জলাধারে পড়ে গেল মোবাইল, উদ্ধারে ২০ লাখ লিটার পানি সেচ
সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় মোবাইল। সেই ফোন উদ্ধারে সেচে ফেলা হলো গোটা জলাধারের ২০ লাখ লিটার পানি। খবর ইন্ডিয়া ট্যুডের।ভারতের ছত্তিশগড়ে সম্প্রতি এক সরকারি কর্মকর্তার এমন কাণ্ড তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, গেল সপ্তাহে খেরকাট্টা জলাধারে রাজেশ বিশ্বাস নামের ওই ব্যক্তির মোবাইলটি পড়ে যায়। সেটি উদ্ধারে জলাধারের পানি সরানোর নির্দেশ দেন তিনি।তিনদিন ধরে পার্শ্ববর্তী খালে পানি...