গাজায় হত্যার বিরোধিতা করায় ইসরাইলি এমপি ৬ মাস নিষিদ্ধ
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলায় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সেখানকার আইনপ্রণেতা ওফের ক্যাসিফ। বামপন্থি এই আইনপ্রণেতার ওপর নেসেট এথিক্স কমিটি ‘ভোট দেওয়া ব্যতীত সম্পূর্ণ সংসদীয় নিষেধাজ্ঞা’ আরোপ করেছে। ওফের ক্যাসিফ ইসরাইলের কমিউনিস্টপন্থি দল হাদাশ পার্টির নেতা। এই দলটি নেসেটের অন্যতম বিরোধী দল আরব তায়াল পার্টির নেতৃত্বাধীন জোটের শরিক। আরব তায়াল পার্টিও বামঘেঁষা রাজনৈতিক...