এবার হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি দুই ব্যক্তি নিহত
ইসরাইলের উত্তর ও মধ্য অঞ্চলে মঙ্গলবার(১২নভেম্বর) কয়েক ডজন রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় উত্তর উপকূলীয় শহর নাহারিয়ায় দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।
নিহত দুই বাসিন্দা হলেন, জিভ বেলফার (৫২) এবং শিমন নাজম (৫৪) নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনেই নাহারিয়া শহরের বাসিন্দা।সরাসরি ঘটনাস্থলেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
খবরে বলা হয়েছে,দক্ষিণ লেবাননে যখন ইসরাইলি সেনারা...